আইসিইউতে এখনও অচেতন অবস্থায় ম্যারাডোনা

আইসিইউতে এখনও অচেতন অবস্থায় ম্যারাডোনা

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা

মস্তিষ্কের অস্ত্রোপচারের পর আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এখনও অচেতন এবং ১০ জনেরও বেশি চিকিৎসকের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন বলে শনিবার জানিয়েছেন তার আইনজীবী। গত মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর থেকে আইসিইউতে রয়েছেন ম্যারাডোনা।

তার আইনজীবী মাতিয়াস মোরলা সাংবাদিকদের বলেন, ‘আমি কেবল দিয়েগোকে দেখেছি, তিনি এখনও নিস্তেজ এবং বিশ্রামে আছেন। সেখানে ১০ জনেরও বেশি পেশাদার চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম রয়েছে।’

তবে ফুটবলের এ জীবন্ত কিংবদন্তি খোলোয়াড়কে কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে সে বিষয়ে চিকিৎসকরা এখনও কোনো ইঙ্গিত দেননি বলেও জানান মোরলা।

তিনি আরো বলেন, ‘আমি তাকে (ম্যারাডোনা) যে অবস্থায় দেখেছি, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে তার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বিশ্রাম নিচ্ছেন এবং ফলাফলের অপেক্ষায় রয়েছেন।’

‘অনেক অনিশ্চয়তা রয়েছে। এটি খুব জঘন্য। আমি আশা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন,’ বলেন মোরলা।

বৃহস্পতিবার ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে জানান, ১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে ফুটবল বিশ্বকাপ জয়ী এখন অস্ত্রোপচার পরবর্তী সময় পার করছেন, যা খুবই স্পর্শকাতর। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। ইউএনবি