শর্তসাপেক্ষে জামিন পেলেন যুদ্ধাপরাধের মামলার ২ আসামি

শর্তসাপেক্ষে জামিন পেলেন যুদ্ধাপরাধের মামলার ২ আসামি

ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইল ও ঝিনাইদহের দুই আসামিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেয়।

আসামিরা হলেন নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখ ও ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রশিদ।

দাউদ শেখের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। আব্দুর রশিদের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা বলেন, অসুস্থতার কারণে দুই আসামির শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। তবে নিজ খরচে তাদের চিকিৎসা নিতে হবে। দাউদ শেখকে ২ ডিসেম্বর এবং আব্দুর রশিদকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন দেয়া হয়েছে।

দুই আসামিকেই ঢাকায় নির্দিষ্ট ঠিকানায় ছেলে ও আইনজীবীর জিম্মায় থাকতে হবে বলে শর্ত জুড়ে দেয়া হয়েছে।

এছাড়া দুই আসামি বা তাদের পরিবারের কেউ মামলা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারবেন না, পাসপোর্ট থাকলে তা ট্রাইব্যুনালে জমা দিতে হবে এবং নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে।

২০১৭ সালের ২৭ জুলাই তদন্ত সংস্থা নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখসহ যশোর-নড়াইলের ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে। ৪৩৪ জন পৃষ্ঠার প্রতিবেদনে তাদের বিরুদ্ধে পাঁচ অভিযোগ আনা হয়।

অপরদিকে ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদরের কোলা (পূর্বপাড়া) মৃত আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এ তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে।