প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করলেন ট্রাম্প

প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করলেন ট্রাম্প

আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। ছবি: এএফপি।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে হরেছেন যোনাল্ড ট্রাম্প। ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। নির্বাচনে হারের পরেই প্রতিরক্ষাসচিব মার্ক এসপার-কে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। এসপার-কে সরিয়ে দেওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন ট্রাম্প।

টুইটে লেখেন, ‘মার্ক এসপারকে বরখাস্ত করা হল। এত দিন ধরে যে ভাবে তিনি কাজ করেছেন তার জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ’। এর পরই ট্রাম্প ঘোষণা করেন, কার্যকারী প্রতিরক্ষা সচিব হিসেবে এসপারের জায়গায় আনা হচ্ছে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলারকে।

এসপার ছিলেন ট্রাম্পের সময়ের চতুর্থ প্রতিরক্ষাসচিব। ১৬ মাস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন তিনি। 

৩১ বছর সেনাবাহিনীতে ছিলেন কার্যকারী প্রতিরক্ষাসচিব মিলার। ২০০১ সালে আফগানিস্তানে এবং ২০০৩ সালে ইরাকে আমেরিকার স্পেশাল ফোর্সে ছিলেন তিনি।