আগমীকাল ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন

আগমীকাল ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন

ফাইল ছবি।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে আগামীকাল বৃহস্পিতিবার (১২ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েন নির্বাচন কমিশন (ইসি)।

এ আসন দুটিতে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ ছয় রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল-আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন এবং মোহাম্মদ নাসিম মারা গেলে ঢাকা-১৮ আসন এবং সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। 

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।