নির্বাচন শেষেও বাবার জন্য ভোট চাইলেন এরিক ট্রাম্প

নির্বাচন শেষেও বাবার জন্য ভোট চাইলেন এরিক ট্রাম্প

ফাইল ছবি।

গত ৪ বছরে ডোনাল্ড ট্রাম্প উদ্ভট মন্তব্যের কারনে শিরোনাম হয়েছিলেন। এবার বাবার পথে হাটলেন ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ভুল টুইট করে নেটিজেনদের হাসির বস্তুতে পরিনত হলেন তিনি। পরে টুইটি মুছে ফেললেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাঁর টুইটটি।

সম্প্রতি শেষ হয়েছে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন। রেকর্ড ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। 

এক সপ্তাহ আগে অর্থাৎ ৩ নভেম্বর ছিল সেদেশে ‘‌ইলেকশন ডে’। কিন্তু‌ গত ১০ নভেম্বর স্থানীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে একটি টুইট করেন এরিক। মিনেসোটার সাধারণ মানুষকে উদ্দেশ্য করে লেখেন, ‘মিনেসোটা গেট আউট এ্যান্ড ভোট’ অর্থাৎ ‌মিনেসোটা বাইরে বের হও এবং ভোট দাও। পরে ভুল বুঝতে পেরে টুইটটি মুছে ফেলা হলেও, ততক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে যায়।

ধারনা করা হচ্ছে, পোস্টটি টুইটারে সিডিউল করা ছিল। কোনওকারণে ৩ তারিখের বদলে সেটি ১০ তারিখের জন্য সিডিউল করা হয়েছিল।