আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের সাদাত

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের সাদাত

সাদাত রহমান

বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদাত রহমান ২০২০ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে সাদাতের হাতে এই পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

পুরস্কার জিতে, তিনি এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলেন যা তাকে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে।

 ‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষায় সামাজিক সংগঠন এবং মোবাইল অ্যাপস ‘সাইবার টিনস’ গঠন করায় তাকে এ পুরস্কার দেয়া হলো।

সাদাত এমন একটি বিশ্ব দেখতে চান যেখানে তরুণরা অনলাইনে নিরাপদ বোধ করবে। সাদাত বলেন, ‘আমি প্রত্যন্ত অঞ্চলে থাকি এবং আমি খুব সাধারণ ছেলে। যদি আমি কিশোর-কিশোরীদের সাইবার বুলিং থেকে বাঁচাতে পারি তবে অন্যরা কেন পারবে না?’

প্রতি বছর শিশু শান্তি পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামের একটি শিশু অধিকার সংগঠন। গত বছর এই পুরস্কার লাভ করেন গ্রেটা থানবার্গ। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারেন।

কিডস রাইটসের বিশেষজ্ঞ কমিটি ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে সাদাতকে এ বছরের পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করেছেন।  পুরস্কারের সাথে এক লাখ ইউরো পাচ্ছেন সাদাত।

২০০৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই পুরস্কার তুলে দেন। ইউএনবি