করোনা মুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ

করোনা মুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

করোনাভাইরাস থেকে মুক্ত হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।ফলে ক্রিকেটে ফিরতেও কার্যত আর কোনো বাধা নেই তার। দীর্ঘ ৯ দিন করোনাভাইরাসে আক্রান্ত থাকার পর সোমবার র করোনা পরীক্ষার করালে ফলাফল নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত হলেও রিয়াদের লক্ষণ-উপসর্গ প্রকট ছিল না। তবে নিয়ম মেনে আইসোলেশনেই ছিলেন। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর মাহমুদউল্লাহ জানান যে, তিনি ভালো আছেন এবং আগামীকাল মাঠে যাবেন।

করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের হয়ে পঞ্চম আসরের প্লে-অফে খেলা হয়নি তার। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে খুলনার প্রথম ম্যাচ উদ্বোধনী দিনেই। আগামী ২৪ নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা।