“চিরনিদ্রিত সাংবাদিক শিবলী ও তোতা তাদের কর্মের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন”

“চিরনিদ্রিত সাংবাদিক শিবলী ও তোতা তাদের কর্মের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন”

পাবনা প্রেসক্লাবের সদস্য শিবলী এবং নোমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের দুই চিরনিদ্রিত সদস্য শফিকুল ইসলাম শিবলী(শ ই শিবলী) এবং সেরাজুল ইসলাম তোতা তাদের কর্মের মাধ্যমেই চিরদিন বেঁচে থাকবেন। তাদের মত কৃতিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তারা সাংবাদিকতাকে কাজে লাগিয়েছিলেন।
 
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে শফিকুল ইসলাম শিবলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী এবং সেরাজুল ইসলাম তোতার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা মরহুমদ্বয়ের জীবনের উপর স্মৃতিচারণকালে এই ভাবার্থ উচ্চারণ করেন।
 
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক  সৈকত আফরোজ আসাদ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, মরহুম শফিকুল ইসলাম শিবলীর সহধর্মিণী মুন্নী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক আহমেদ হুমায়ন কবির তপু, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের সদস্যসমূহ আব্দুল মান্নান মাষ্টার, রাজিউর রহমান রুমি, আবদুল জব্বার, মাহফুজ আলম প্রমুখ।   

স্মরণসভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।