বিয়ে বাড়ি থেকে ফেরা গাড়ির ওপর উলটে পড়ল লরি, মৃত ৮

বিয়ে বাড়ি থেকে ফেরা গাড়ির ওপর উলটে পড়ল লরি, মৃত ৮

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে যাত্রীবাহী মহিন্দ্রার উপর এবটি বালি বোঝায় উল্টে পড়ে আট জনের মৃত্যু হয়েছে।  স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজ্যের কৌশাম্বিতে এ ঘটনা ঘটে।   

জানা গেছে,বিয়ের অনুষ্ঠান থেকে মহিন্দ্রায় করে একটি পরিবারের লোকজন বাড়ি ফিরছিল।  এসময় একটি বলি বোঝায় লরি উল্টে গিয়ে মহিন্দ্রার উপরে পড়ে এতে ঘটনা স্থলে চালকসহ আটজনের মৃত্যু হয়। মহিন্দ্রায় মোট ১০জন যাত্রী ছিল।

জেলা পুলিশ টুইটারে জানিয়েছে, পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার কথা শুনে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সম্ভাব্য ত্রাণের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার জন্যও নির্দেশ দিয়েছেন যোগী।

যোগী আদিত্যনাথের অফিস থেকে টুইট করে জানানো হয়েছে, “তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেন।”

উল্লেখ্য গত মাসেই উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় কমপক্ষে ১৪ জনের। মৃতদের মধ্যে ছিল ৬ বাচ্চাও।দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়। গাড়িটি করেও সকলে বিয়ের অনুষ্ঠান সেরে কুন্ডার নিজেদের গ্রামে ফিরছিলেন।

সূত্র: কোলকাতা ২৪