নেইমারের জোড়া গোলে চাম্পিয়ান লিগে টিকে থাকলো পিএসজি

নেইমারের জোড়া গোলে চাম্পিয়ান লিগে টিকে থাকলো পিএসজি

ম্যনইউর জালে বল ঢুকানোর পরে উচ্ছ্বাছে পিএসজির ফুটবলাররা

উয়েফ চাম্পিয়ান লিগে টিকে থাকতে জযের কোন বিকল্প নেই প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)  এমন গুরু্ত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের জোড়া গোল করে  সেই কাজটি আরো সহজ করে দিয়েছে।  ওল্ডট্রাফোর্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইচ গ্রুপের ফীরতে লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি।  এই জয়ের ফলে  নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা জোগালো নেইমারের পিএসজি ।

প্রথম লেগে ঘরের মাঠে এই ম্যানইউর কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি। এবার ম্যানইউর মাঠে সেই হারের শোধ তুলল নেইমাররা।

ম্যাচের শুরুতে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি।  খেলার মাত্র ছয় মিনিটের মাথায় এমবাপের পাসে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোলটি করেন নেইমার।  ৩২ মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে ম্যানইউ। মার্সিয়ালের শট পিএসজি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর এক সতীর্থের পা ঘুরে ডি-বক্সের মুখ থেকে জোরালো শট নেন র‌্যাশফোর্ড। বল ডিফেন্ডার দানিলোর পায়ে লেগে কিছুটা দিক পাল্টে পোস্ট ঘেঁষে জালে জড়ায় (১-১)।  যার ফলে ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুইদল।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে আবারো লিড নেয় পিএসজি।  এই গোলটি আসে মারকুইনহোসের কাছ থেকে। পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে।   পরের মিনিটেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে নেমে আসে ম্যানইউ। আন্দের এররেরাকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রেড, যদিও স্লাইড ট্যাকলে বলে পা লাগিয়েছিলেন তিনি।

 দশজনের দলনিয়ে নেইমারদের সামনে তেমন কোন সুযোগ তৈরি করতে পারিনি ম্যানইউ। নির্ধারিত সময় শেষে কোনদলই গোল করতে পারিনি।  অতিরিক্ত ৫ মিনিট সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।  যার ফলে স্কোরলাইন দাড়া ৩-১।

উয়েফ চাম্পিয়ান লিগে এইচ গ্রুপে থেকে  নক আউট পর্বে যাওয়ার লড়াইয়ে ম্যানইউ, পিএসজি ও লাইপজিগ এগিয়ে আছে । পাঁচ ম্যাচে তিন দলের পয়েন্টই সমান ৯।  গোল ব্যবধানে শীর্ষে পিএসজি, দ্বিতীয় ম্যানইউ, তৃতীয় লাইপজিগ। এই গ্রুপ থেকে যে কোন দুটি দল যাবে নর্ক আউট পর্বে।  কোন দল দুটি যাবে সেটা নিশ্চিত হবে গ্রুপের শেষ ম্যাচে।