বিশ্বে কোভিড-১৯: মৃত্যু ১৫ লাখ ৩৪ হাজার ছাড়াল

বিশ্বে কোভিড-১৯: মৃত্যু ১৫ লাখ ৩৪ হাজার ছাড়াল

ফাইল ছবি

ইতোমধ্যে বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ইউরোপের অনেক দেশ ফের লকডাউন দিতে বাধ্য হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার। আর এ মহামারিতে আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৬ কোটি ৬৮ লাখ।

কোভিড-১৯-এর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী রবিবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩৮৩ জনের। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৯৬৯ জন। এদিন সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৯৮ জন।

এখন পর্যন্ত মহামরি এ ভাইরাসে সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। এ ভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৪০ হাজার ২১৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত কোভিডে ৬৫ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। আর এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৪১ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতি ভাইরাসটি।