বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৩ জানুয়ারি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৩ জানুয়ারি

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ পিছিয়ে আগামী বছরের ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা মেট্রপলিটন ম্যজিস্ট্রেট কোর্টের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত নতুন এই দিন ধার্য করেন।

এদিন মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ধার্য করে ১৩ জানুয়ারি নির্ধারণ করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এরপর ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন আদালত। তার পর থেকে সিআইডির অধীনে তদন্ত চলছে।