১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি।

অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  সকাল ১০টায় পাটুরিয়া ঘাট থেকে শাপলা শালুক নামের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মাঝ পদ্মায় নোঙর করে থাকা তিনটি ফেরি তীরে ভিড়েছে এবং অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

এর আগে সোমবার মধ্যরাতে থেকে পদ্মায় অতিরিক্ত ঘন কুয়াশার পড়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দুর্ঘটনা এড়াতে সকল ধরণের নৌচলাচলা বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দুই পাড়ে কয়েক শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবহন পারাপারের অপেক্ষায় আছে।