পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন-আলোচনাসভা অনুষ্ঠিত

পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন-আলোচনাসভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

আজ ১০ ডিসেম্বর-২০২০ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে সারা দেশের ন্যায় পাবনায় মানবাধিকার সংগঠন “অধিকার”, এ্যকসেস বাংলাদেশ কমনওলেথ ফাউন্ডেশন, থার্ড জেন্ডার ডেভলেপমেন্ট, প্রতীকসহ বিভিন্ন সংস্থা মানববন্ধন, আলোচনাসভাসহ নানান ধরণের কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে প্রচন্ড শীত ও কুয়াচ্ছন্নের মধ্যে জেলা শহরের প্রধান সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে সংস্থাগুলো যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন অধিকারের পাবনা জেলা কো অর্ডিনেটর সাংবাদিক আবুল কালাম আজাদ, অধিকার কর্মী বিষ্ণু পদ হোড়, সাংবাদিক মাহফুজ আলম, বাবর মালিথা, রবিউল ইসলাম বাবলু প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশের মানবাধিকারের জন্য সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে দেশ থেকে গুম, বিচার বহির্ভুত  হত্যাকান্ড বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবী জানান।

মানবন্ধনে সাংবাদিক, সমাজসেবক, শিক্ষক, ছাত্রছাত্রীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।