টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কামালা

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কামালা

টাইম ম্যাগজিনের প্রচ্ছদে বাইডেন-কমলা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে এ দুজনের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, এবারে এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা, যারা মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাদের সঙ্গে দৌড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এছাড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়। সম্ভাব্য তালিকায় ছিলেন বাইডেন ও কামালা। 

তবে সবকিছু পেছনে ফেলে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন। তার সঙ্গে এ সম্মাননা দেয়া হয়েছে কামালাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ প্রথম ভাইস প্রেসিডেন্ট।

টাইম ম্যাগাজিন তাদের বর্ষশেষ সংখ্যায় বছরের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ওই সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, সংগঠন, মতবাদ বা ঘটনাকে ঘিরে প্রতিবেদন কিংবা জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের প্রচলন শুরু করে মার্কিন সাময়িকীটি।