বন্ধ হয়ে যেতে পারে জি-মেইল অ্যাকাউন্ট!

বন্ধ হয়ে যেতে পারে জি-মেইল অ্যাকাউন্ট!

ফাইল ছবি

আপনার গুগল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ঘাবড়াবেন না। এমনই সিদ্ধান্তে আসছে গুগল। এর মধ্যে যেমন রয়েছে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধা বন্ধ হয়ে যাওয়া, তেমনই জিমেল অ্যাকাউন্টও বিশেষ কারণে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে টেক জায়েন্ট গুগল।

জানা গেছে এমন অনেক জিমেল অ্যাকাউন্ট রয়েছে যা দুই বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয় না। সেইসব অ্যাকাউন্টকে বাতিল ঘোষণা করবে গুগল। গুগল জানিয়েছে ২০২১ সালের ১লা জুন থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।

শুধু ইনঅ্যাক্টিভ গুগল অ্যাকাউন্টই নয়, যে সব অ্যাকাউন্টে নির্ধারিত স্টোরেজের বেশি ডেটা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিকেও ইনঅ্যাক্টিভ ঘোষণা করা হবে। যদিও গুগল জানিয়েছে এই অ্যাকাউন্টগুলি হঠাত বন্ধ করে দেওয়া হবে না। এজন্য অ্যাকাউন্ট হোল্ডারকে আগে থেকে সতর্ক করা হবে।

তথ্য অনুযায়ী যে সব অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস, জ্যামবোর্ড ফাইলস ২ বছরের ওপর পড়ে রয়েছে, সেগুলিকে ডিলিট করে দেওয়া হবে। ২০২১ সালের পয়লা জুনের পর থেকে এই সব ফাইলস আর পাওয়া যাবে না।