চট্রগ্রামে শিশু মিম হত্যা মামলায় ৮জনের ফাঁসির আদেশ

চট্রগ্রামে শিশু মিম হত্যা মামলায় ৮জনের ফাঁসির আদেশ

ছবি: গ্রফিক্স নিউজজোন

চট্টগ্রামে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করার মামলায় আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  রায় ঘোষণার সময় সাত আসামি আদলতে উপস্তিত লিছেন আর এক আসামি পালাতক রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালত ৪-এর বিচারক জামিল হায়দার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মইনুল ইসলাম, মো. বেলাল হোসেন, রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম হাসিব, আকমান মিয়া, মো. সুজন, মো. মেহরাজ টুটুল, শাহদাত হোসেন সৈকত। এতে মধ্যে শাহদাত হোসেন সৈকত পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানার্ যায়,২০১৮ সালের ২১ জানুয়ারি আকবর শাহ থানার বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ। মীম স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম নগরীর আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।