ইউটিউব-গুগলের সেবায় বিভ্রাট

ইউটিউব-গুগলের সেবায় বিভ্রাট

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে হঠাৎ করে ইউটিউবসহ গুগলের বেশ কিছু সার্ভিস ব্যবহারে সমস্যা হচ্ছে।সার্ভার ডাউনের কারণে এই সমস্যা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশেও একই সমস্যা হচ্ছিলো। তবে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই সমস্যা ঠিক হয়ে যায় এবং ইউটিউবসহ অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারছেন বলে ব্যবহারকারীরা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বিশ্বজুড়ে বড় ধরণের আউটেজের (গ্রাহক পর্যায়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন) মুখোমুখি হয় গুগল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব, গুগল, গুগল মিট, গুগল হ্যাংআউটস, গুগল প্লে এবং জিমেইল, গুগল ম্যাপসহ আরো বেশ কিছু বহুল ব্যবহৃত সার্ভিস ব্যবহারে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ওয়েব আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেকটর, সন্ধ্যা ৬টা নাগাদ অন্তত ২০ হাজার আউটেজের রিপোর্ট পেয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এক টুইট বার্তায় ইউটিউব জানিয়েছে, বিভ্রাটের বিষয়টি তারা অবগত এবং সারানোর জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে ইউটিউব ডটকমে প্রবেশের চেষ্টা করলে Something went wrong... লেখা দেখাচ্ছিল। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে বলে একটি কার্টুনের মাধ্যমে বলা হচ্ছিল। তবে কিছুক্ষণ পর গুগলের সার্ভিসগুলো ব্যবহার উপযোগী হয়।