বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৬৮ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৬৮ হাজার ছাড়াল

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে ইতোমধ্যে ইউরোপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউরোপের অনেক দেশ ফের লকডাউন দিতে বাধ্য হচ্ছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবার তা বাড়তে শুরু করেছ। মৃতের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। 

বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার। গত ২৪ ঘণ্টায় কিছুটা কমে ১২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৫২ লাখ। 

করোনাভাইরাসে সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ লাখ ৬৮ হাজার ১৬৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৭ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৮২২ জন। আর সুস্থ হয়েছেন ৭ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ১৭ হাজার ৯২৮ জনের। 

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত এ ভাইরাস সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৪ জন এবং মারা গেছে ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৭১ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জনের।  

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।