করোনার টিকা নিলেন বাইডেন

করোনার টিকা নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভ্যাকসিন নিচ্ছেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি মারণভাইরাস করোনার টিকা গ্রহণ করেন। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকার নেওয়ার পর তিনি মার্কিনিদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন। এর আগে বাইডেনের স্ত্রীও করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।

জো বাইডেন বলেছেন, আমি এটি করছি (টিকা নেওয়া) মানুষকে বুঝানোর যে, উদ্বেগের কিছু নেই। ভ্যাকসিন যখন সহজলভ্য হয়ে যাবে তখন টিকা নেওয়ার জন্য মানুষকে প্রস্তুত করা উচিত।

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ।