যমুনা ফিউচার পার্কে লেডিপাস ব্র্যান্ডের যাত্রা শুরু

যমুনা ফিউচার পার্কে লেডিপাস ব্র্যান্ডের যাত্রা শুরু

সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করল লেডিপাস ব্র্যান্ড। 

রোববার শপিংমলের লেভেল-১ এ আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম। এ সময় শোরুমের উদ্যোক্তা প্রিন্স মির্জা উপস্থিত ছিলেন।

যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্ক সবসময় ব্র্যান্ড ও গ্রাহকদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। লেডিপাস শোরুমের মতো একটি আস্থাশীল ও জনপ্রিয় ব্র্যান্ড আমাদের ফ্যাশন সেগমেন্টকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে নারীদের জন্য এই শোরুমে সব ধরনের পণ্য পাওয়া যাবে। নকলের ভিড়ে এখানে সব আসল পণ্য সরবরাহ করা হচ্ছে। তাই আস্থার সঙ্গে এখান থেকে কোনাকাটা করতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

শোরুমের উদ্যোক্তা প্রিন্স মির্জা বলেন, উত্তরায় আমাদের একটি শোরুম আছে। যমুনা ফিউচার পার্কে আমাদের দ্বিতীয় শোরুম। আমরা নারীদের নিয়ে কাজ করছি। পোশাক থেকে শুরু করে শাড়ি, গহনা বিশেষ করে আসল মুক্তার গহনা প্রদর্শন করছি। শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ২৩ আগস্ট পর্যন্ত সব পণ্যের সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।