মিয়ানমারে সেনা অভ্যুত্থান : ব্রিটেনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমারে সেনা অভ্যুত্থান : ব্রিটেনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ছবি : সংগৃহীত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জেওয়ার মিনকে তলব করা হয়েছে বলে মন্ত্রণালয়য়ের এক মুখপাত্র জানিয়েছেন।

মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক কর্মকর্তা নাইজেল অ্যাডামস সামরিক অভ্যুত্থান এবং অং সান সুচিসহ বেসামরিক লোকদের গ্রেফতারির নিন্দা করেছেন।

মন্ত্রণালয়য়ের মুখপাত্র বলেন, অ্যাডামস বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের শিগগির মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারের ন্যাশনাল অ্যাসেম্বলি শান্তিপূর্ণভাবে আহ্বান করতে তিনি দাবি জানিয়েছেন।এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানান।মিয়ানমারের সামরিক বাহিনীকে তিনি জনগণের মতকে সম্মানের ও বেসামরিক নেতাদের মুক্তি দেয়ার দাবি জানান।

এর আগে সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে।নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে বেসামরিক প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কয়েক দিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই অভ্যুত্থান ঘটে।

সূত্র : এনডিটিভি