বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট টিম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল নিউজল্যান্ড। আসন্ন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হওয়ার জন্যই ফাইনালে যাওয়া অনিশ্চিত হল অজিদের। করোনাভাইরাসের জন্য প্রবল ঝুঁকি হতে পারে মনে করায় অস্ট্রেলিয়ার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দেয়। আগামী মার্চ মাসে ৩ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হওয়ার কথা ছিল।

জুনে ইংল্যান্ডের লর্ডসে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ম্যাচ খেলবে কেন উইলিয়ামসন শিবির। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেকোনো একটি দল কিউদের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এখন পর্যন্ত পাঁচটি সিরিজে ১১টি ম্যাচ খেলেছে। এরমধ্যে সাতটি ম্যাচ জিতেছে, চারটি ম্যাচ হেরেছে। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তা সত্ত্বেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ব্ল্যাকক্যাপস।