যশোর ভৈরব ব্রীজের ওপর নদী রক্ষায় বাপার মানববন্ধন
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: "নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হলো বিশ্ব নদী দিবস।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে ভৈরব নদের ব্রীজের উপর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশা ও ভবিষ্যৎ রক্ষায় সচেতনতা বৃদ্ধিই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।
শেখ রাকিবুল ইসলাম নয়ন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক নেতা (বাপা) এর সিনিয়র সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতলেব সরদার, ঘোষণাপত্র পাঠ করেন মানববন্ধন আলোচনা ও ইউনিভার্সিটির ডেমোনস্ট্রেশন আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার আহসান হাবীব
মানববন্ধনে বক্তারা বলেন নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতাসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, নদী যশোরের জীবনরেখা। এই নদীগুলো মরে গেলে কৃষি, অর্থনীতি ও জনজীবন—সবই বিপন্ন হবে।
বক্তারা আরো বলেন "কেবল সরকারি উদ্যোগ নয়, নদীর প্রাণ ফেরাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ না করলে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়।"
বক্তারা নদীতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীর ড্রেজিং ও খনন কাজকে টেকসই করার ওপর জোর দেন। তাঁরা মত দেন যে, নদীকে বাঁচাতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা আবশ্যক।