জিপিএ-৫ ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্বজন সমাবেশ
সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বজন পরিবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) স্বজন সমাবেশের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, শিক্ষার্থীরা আলোকিত বাংলাদেশ গড়বে। আমি যতদিন ধরে এ উপজেলায় যোগদান করেছি এরপর থেকে দেখছি, এ সংগঠন তরুণ ও যুবকদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ভালো কাজে স্বজনরা সম্পৃক্ত। মাদকের ও বাল্যবিয়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াচ্ছে। তাদের এসব কার্যক্রম শুধু এ উপজেলাকে নয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কিল্লা বোকাইনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়ীদুল হক, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, মহিলা কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান রেখা, স্বজন মাহমুদা আক্তার রিপা, আহনাফ রশিদ, আবিদ প্রমুখ।
স্বজন পরিবারের সংবর্ধিতরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসমীম রশিদ অপর্না, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রোকাইয়া বিনতে এমদাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইয়ানিনা অন্যন্যা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আকিফ আহমেদ।
জিপিএ-৫ প্রাপ্ত হলেন- নুসরাত আলম ইভা, মুশফিকুর রহিম মুশফিক, মুমতিহিনা ইফতেকার মীম, ফারহান আফসার তাইফ, মুশতারী আহমেদ রিপন, মোহাইমিনুল হক, রাফসান জানি, মাহফুজা রহমান, সাইদ ইবনে ফজল, আহসান রহমান, মুবাশি্বরা আক্তার মৌ।