মোরগের আক্রমণে মালিকের মৃত্যু

মোরগের আক্রমণে মালিকের মৃত্যু

প্রতীকী ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের লোথুনুর গ্রামে মোরগ লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মোরগের পায়ে বাধা ছুরিকাঘাতে মোরগের মালিকের মৃত্যু হয়েছে।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য নিজের মোরগকে প্রস্তুত করছিলেন ওই ব্যক্তি। এ সময় মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করলে এর পায়ে বাধা ৩ ইঞ্চির ধারালো ছুড়ি ওই ব্যক্তির কুঁচকিতে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অবৈধ বাজি এবং মোরগলড়াই আয়োজনের অভিযোগ আনা হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট ১৫ জনকে খুঁজছে।
যে মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে মালিকের মৃত্যু হয়েছে সেটিকে একটি খামারে রাখা হয়েছে। এর আগে এটিকে পুলিশ স্টেশনে নেয়া হয়। প্রমাণ হিসেবে মোরগটিকে পরে আদালতে নেয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

 সূত্র:বিবিসি