সিরাজগঞ্জে স্মার্টফোনের নতুন ‘নেক্সজি ব্র্যান্ডশপ’ চালু

সিরাজগঞ্জে স্মার্টফোনের নতুন ‘নেক্সজি ব্র্যান্ডশপ’ চালু

সংগৃহীত

সিরাজগঞ্জ সদর শহরে যাত্রা শুরু করল ওয়ালটন মোবাইলের এক্সক্লুসিভ নতুন নেক্সজি ব্র্যান্ডশপ ‘তুলি ফ্ল্যাগশিপ জোন’।

সদ্য চালু হওয়া এই মোবাইল ব্র্যান্ডশপে পাওয়া যাচ্ছে ওয়ালটনের সর্বাধুনিক মডেলের স্মার্টফোন ও এক্সেসরিজ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শহরের স্টেশন রোডে এই ব্র্যান্ডশপ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন, ডিভিশনাল সেলস ডিরেক্টর মিঠুন রায়, তুলি ব্র্যান্ডশপের স্বত্তাধিকারী আসাদুজ্জামান তোতা প্রমুখ।

গ্রাহকপ্রিয়তা এবং দেশব্যাপী ওয়ালটন মোবাইলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইলের জন্য বিশেষায়িত ব্র্যান্ড শপ চালু করে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় নেক্সজি ব্র্যান্ডশপ পরিচালনা করছে ওয়ালটন। উদ্দেশ্য, স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল সেবা মানুষের হাতের নাগালে নিয়ে আসা। এর আগে মোবাইলের শোরুম স্মার্ট পয়েন্ট চালু করেছে ওয়ালটন।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, “ক্রেতারা আমাদের পণ্য আগ্রহের সাথে গ্রহণ করেছেন বলেই ওয়ালটন আজ বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান। তাই ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে সারাদেশে নতুন নেক্সজি ব্র্যান্ডশপ খোলা হচ্ছে। পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”

তিনি জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী বিজনেস এক্সপানশনের অংশ হিসেবে এই ব্র্যান্ডশপ চালু করেছে ওয়ালটন মোবাইল।এসব ব্র্যান্ডশপে স্মার্টফোন সহজলভ্য হবে। ক্রেতারা সহজেই আন্তর্জাতিক মানসম্পন্ন মোবাইল ফোন ও এক্সেসরিজ হাতের নাগালে পাবেন।

জানা গেছে, মোবাইল ফোন ডিভাইস উৎপাদন ও বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান উন্নয়নে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ওয়ালটন। যার প্রেক্ষিতে মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে ওয়ালটন সার্বিক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে ওয়ালটন মোবাইল টাচ পয়েন্টও উদ্বোধন করা হয়েছে। এভাবে বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে সার্ভিস পয়েন্টও চালু হচ্ছে।