ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সংগৃহীত
‘সুস্থ দেহ ও প্রফুল্ল মন’-এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে ওয়ালটন ওয়ারিয়রস দল ৫-০ গোলে হারায় কালিয়াকৈর সেলিব্রিটি একাদশকে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, ওয়ালটন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার সোহেল রানা এবং হেড অব এইচআর কাউসার আহমেদ চৌধুরী, হেড অব এডমিন (ভারপ্রাপ্ত) তানভীর আহাম্মদসহ ওয়ালটনের কর্মকর্তারা।
ওয়ালটন হেডকোয়ার্টার্স ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ওয়ালটন হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ওই প্রীতি ফুটবল ম্যাচ।
আয়োজকরা জানান, তারুণ্যের উৎসবমুখর মনন ও তাদের শারীরিক সুস্থতাকে সামনে রেখে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “মানুষের মনে সুস্থ বিনোদন নিশ্চিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন করছে। আমরা খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনতে প্রয়াস চালাচ্ছি। তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। তাই খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় এ ধরনের খেলাধুলার আয়োজন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী বলেন, “খেলাধুলার মাধ্যমে ওয়ালটন পরিবারের সদস্যরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে চলছেন। এসব অনুষ্ঠান আয়োজনে আমাদের উদ্দেশ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ওয়ালটন পরিবারের সদস্যদের শরীর এবং মন সতেজ রাখা। বছরজুড়ে খেলাধুলার আয়োজন চলমান রয়েছে ওয়ালটনে। যখন যে খেলাধুলার মৌসুম, তখন সে ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এখানে। ওয়ালটনে খেলাধুলার এসব আয়োজন চলমান থাকবে।”