মেটার নতুন উদ্যোগ অভিভাবকের নিয়ন্ত্রণে শিশুর চ্যাটবট
-1761136416.jpg)
ফাইল ছবি।
ডিজিটাল যুগে সন্তানদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখন প্রত্যেক অভিভাবকের।বিশেষ করে এআই-চালিত চ্যাটবট ও স্মার্ট অ্যাসিস্ট্যান্টগুলো শিশুদের সঙ্গে কী ধরনের তথ্য আদানপ্রদান করছে-তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। এবার সে উদ্বেগ কিছুটা দূর করতে নতুন এক পদক্ষেপ নিয়েছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেটা এআই অ্যাপে শিশুদের চ্যাটবট ব্যবহারে নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারটির মাধ্যমে অভিভাবকরা এখন সন্তানদের চ্যাটবট আলাপচারিতা পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন।
মেটা জানিয়েছে, ফিচারটি মূলত ‘টিন অ্যাকাউন্ট’ অর্থাৎ ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। অভিভাবক চাইলে এক বা একাধিক এআই চরিত্র নিষ্ক্রিয় করতে পারবেন, এমনকি সন্তান যেন নির্দিষ্ট চ্যাটবটের সঙ্গে আর যোগাযোগ না করে তা নিশ্চিত করতেও পারবেন। এ সুরক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো শিশুদের অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত কনটেন্ট ও আলাপচারিতা থেকে সুরক্ষা দেওয়া। মেটার এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, ‘আমরা চাই এআইচালিত অভিজ্ঞতাগুলো যেন টিনএজারদের জন্য নিরাপদ ও ইতিবাচক হয়।
নতুন ফিচারটি অভিভাবকদের সেই আস্থা ফিরিয়ে আনবে’। শুধু নিয়ন্ত্রণই নয়, মেটা এখন অভিভাবকদের জন্য ‘প্যারেন্টাল অ্যাডভাইজরি টুল’ও চালু করছে। এর মাধ্যমে তারা দেখতে পারবেন সন্তান কতক্ষণ চ্যাটবট ব্যবহার করছে, কোন চরিত্রের সঙ্গে বেশি কথা বলছে এবং কথোপকথনের ধরন কেমন। চাইলে মেটার সাজেশন অনুযায়ী সন্তানকে ডিজিটাল দিকনির্দেশনাও দিতে পারবেন অভিভাবকরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির নৈতিক ব্যবহারের দিক থেকে একটি বড় অগ্রগতি।