হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল

সংগ্রহীত ছবি
তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হুমায়ুন কবির বলয়ের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলা প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ে গিয়ে সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুবদল নেতা রুমেল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, উপজেলার দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম তাজুল ইসলাম সাজু।
বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকবাল, কয়েছ আহমদ, যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, তারেক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপুল, পৌর যুবদল নেতা জামাল আহমদ, যুবদল নেতা আবদুর রব, কৃষকদল নেতা আবদুস সালাম। এসময় উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ কেন্দ্রেীয় বিএনপিকে অভিনন্দন জানান।
বক্তারা আরো বলেন, হুমায়ুন কবিরের নেতৃত্বে সিলেট বিভাগ তথা বাংলাদেশে বিএনপি আরো সুসংগঠিত হবে। আগামী দিনে তার নেতৃত্বে বিএনপি আরো শক্তিশালী হবে।