বিইউবিটিতে ‘মেক ইয়োর ক্যারিয়ার ভিজিবল’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

বিইউবিটিতে ‘মেক ইয়োর ক্যারিয়ার ভিজিবল’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ভাইস-চ্যান্সেলরস লেকচার সিরিজের আরেকটি অনুপ্রেরণামূলক সেশন। ‘মেক ইয়োর ক্যারিয়ার ভিজিবল’ শীর্ষক এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন-এর ডিপার্টমেন্ট অব বায়োলজিক্যাল সায়েন্সেস-এর অধ্যাপক ও লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুস্তাফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান।

ড. আহমেদ মুস্তাফা তার প্রাঞ্জল বক্তব্যে একাডেমিক ও পেশাগত জীবনে দক্ষতা অর্জনের পাশাপাশি কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নেটওয়ার্কিং, গবেষণা ফলাফলের সঠিক উপস্থাপন ও আন্তর্জাতিক সহযোগিতা একাডেমিক উন্নয়ন ও পেশাগত স্বীকৃতির মূল চাবিকাঠি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, এ ধরনের সেশন আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এমন উদ্যোগ বিইউবিটিতে জ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলছে।

অনুষ্ঠানটি আয়োজন করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল, যা বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নের সংস্কৃতি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।