আইপিএল নয়, পাকিস্তানের লিগেই ক্রিকেট বেশি গুরুত্ব পায় : ডেল স্টেন

আইপিএল নয়, পাকিস্তানের লিগেই ক্রিকেট বেশি গুরুত্ব পায় : ডেল স্টেন

ডেল স্টেন

আইপিএলে নাকি ক্রিকেটটাই বাদ পড়ে যায়। এমনই মত ডেল স্টেনের। এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল পাবে না তাকে।

স্টেনের মতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার লিগে ক্রিকেট অনেক বেশি প্রাধান্য পায় আইপিএলের থেকে। এক সাক্ষাৎকারে স্টেন বলেন, ‘আমার একটু বেশি সময় প্রয়োজন ছিল। ভেবে দেখলাম আইপিএলের থেকে এই লিগগুলোয় ক্রিকেটাররা অনেক বেশি সময় পায়। আইপিএলে বড় নাম, বড় দল থাকে। টাকার ওপর অনেক বেশি জোর দেয়া হয়। ক্রিকেটটাই যেন হারিয়ে যায়।’

আইপিএলে ৯৫টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার। নিয়েছেন ৯৭টি উইকেট। ডেকান চার্জার্স, গুজরাত লায়নস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর দলে খেলেছিলেন স্টেন। ২০১৪ এবং ২০১৫ সালে সব চেয়ে বেশি দাম পেয়েছিলেন স্টেন। সাড়ে ৯ কোটি টাকা দাম পেয়েছিলেন তিনি হায়দারাবাদ দলে।
সূত্র : আনন্দবাজার