১১ দফা দাবিতে আলেকান্দা সরকারি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

১১ দফা দাবিতে আলেকান্দা সরকারি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

সংগৃহীত ছবি

বরিশাল সরকারি আলেকান্দা কলেজের শিক্ষার্থীরা ১১ দফা দাবিতে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে প্রথমে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এবং পরে আলেকান্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম রোহান বলেন, পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্শিয়াল কলেজ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি আলেকান্দা সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। কিন্তু কোনো পরিবর্তন বা সংস্কার করা হয়নি। এ কারণে আমাদের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখন আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছি, প্রয়োজনে পরীক্ষাও বর্জন করব।

শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য কোনো রাজনৈতিক নয়; বরং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং কলেজটিকে একটি সত্যিকারের শিক্ষাবান্ধব পরিবেশে পরিণত করবে।

 দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। একই সাথে দাবিগুলোর মধ্যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের ১১ দফা দাবিসমূহ হলো— শিক্ষক সংকট দ্রুত দূর করা, বিদ্যমান আইসিটি ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ করা, কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী-বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা, শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ করা, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি করা, পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি করা, বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) সংস্কার ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা, সহপাঠ কার্যক্রম জোরদারে উদ্যোগ গ্রহণ করা, ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা ও ছাত্রাবাস নির্মাণ করা।