ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বেরোবি শিক্ষার্থীদের
সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছির ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ‘এ রাইজ ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা।
প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মৌন মিছিল নিয়ে মিডিয়া চত্বর ঘুরে প্রধান ফটকে গিয়ে মানববন্ধন করেন। এ সময় তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ফারহানা তাসনিম ইমি বলেন, “ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হলে ধর্ষণ ক্রমবর্ধমান চলতেই থাকবে । তাই আমাদের দাবি ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তবেই ধর্ষণের প্রবণতা কমিয়ে আনা যাবে। শাস্তির অভাবে এটা বেড়ে যাচ্ছে।”
রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে এ রাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাশেম বাঁধন বলেন, “কেন আপনারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না? প্রশাসনের নাকের ডগায় ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। কেন আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না?”
তিনি ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।