চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- স্থানীয় বাসিন্দা রাজুর মেয়ের সুমাইয়া আক্তার (৫), কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) ও নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।

নিহতদের স্বজন ও এলাকাবাসী বলেন, বিকালে ওই তিন শিশু বাড়ির পাশে খেলা করছিল।

একপর্যায়ে তারা পাশের একটি পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। 

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, ‘তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’