ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

সংগৃহীত

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনকে ‘উগ্রবাদী জঙ্গি’ সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম’আ ‘দেশপ্রেমী শিক্ষার্থীর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ফ্লোরে এসে সমাবেশ করে।

এ সময় তারা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘‘ইসকন নামে সংগঠন বিভিন্ন ধরনের উস্কানি, হত্যাকাণ্ড, ধর্ষণসহ সাম্প্রদায়িক ও গণবিরোধী কার্যকলাপে জড়িত থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।’’

ইনকিলাব মঞ্চ, ববি শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, “৫ আগস্ট থেকে আজ পর্যন্ত ইসকন তথা ভারত ও আওয়ামী লীগের বি-টিমের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চলমান উস্কানি, হত্যা, ধর্ষণসহ নানা অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।” 

ইফতেখার সায়েম আরো বলেন, “মাওলানা মহিবুল্লাহ মাদানি ইসকনের দ্বারা গুম, নির্যাতন ও হুমকির শিকার হয়েছেন, এ ঘটনাসহ চলমান অনাকাঙ্ক্ষিত ঘটনার জবাবদিহিতা চাই।’’ 

ইফতেখার সায়েম বলেন, ‘‘আমাদের দাবি ইসকনকে এ দেশে নিষিদ্ধ করা হোক এবং তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হোক, যাতে আর কোনো সাধারণ মানুষকে অস্ত্রের ঝনঝনিতে প্রাণ হারাতে না হয়।”

ছাত্ররা বলেন, ন্যায় প্রতিষ্ঠা ও স্থায়ী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ইসকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ছাত্র নেতারা তাদের দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।