রাজশাহীতে ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা
সংগৃহীত
৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে বিসিএস হেলথ ফোরাম রাজশাহী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর নানকিং দরবার হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিকিৎসকদের ক্যারিয়ার নিয়ে বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা করেন ডিজি হেলথের লাইন ডাইরেক্টর (হাসপাতাল সার্ভিস) ডাক্তার মো. জয়নাল আবেদীন টিটো।
বিসিএস হেলথ ফোরাম রাজশাহীর সভাপতি ডাক্তার মো. রেজাউল করীমের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার একেএম রেজাউনুল হক মারুফ এবং ডাক্তার মো. মশিউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার খন্দকার ফয়সল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো. রুহুল আমীন সহকারী পরিচালক (প্রশাসন) ডিজি হেলথ রাজশাহী।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন— রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনিরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. নুরুল ইসলাম চৌধুরি, ইউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এম এ বারী, হেমাটলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোর্শেদ জামান মিঞা।