বঙ্গোপসাগরে একটানেই জালে উঠল ১৪০ মণ ইলিশ!
ফাইল ছবি
একেই হয়তো বলে ভাগ্য ফেরা। অবরোধের পর সমুদ্রে ফিরেই বাজিমাত করলেন বঙ্গোপসাগরের মাছ ধরতে যাওয়া একদল জেলের। বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের মোস্তফা কামালের ফিসিং ট্রলারে জেলেদের জালে একটানে ১৪০ মণ ইলিশ মাছ ধরা পড়েছে।
এ ঘটনায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ট্রলার মালিক গোলাম মোস্তফা জানান, সাফওয়ান ট্রলারটি ১৭ জেলেসহ ২৮ অক্টোবর সকালে সাগরে গিয়ে ফেয়ার ওয়ে বয়ার নিকট জাল ফেলে। ৩০ তারিখ রাতে জ্বাল টেনে প্রায় ১৪০ মণ ইলিশ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে ট্রলারটি বিএফডিসি ঘাটে এলে মাছ ওজন দিয়ে দেখা যায় ১৪০ মণ হয়েছে। প্রতিটি ইলিশ ৩০০ থেকে ৫০০ গ্রামওজন।
তবে বেশকিছু ইলিশ মাছ নষ্ট হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এতো ব্যাপক ইলিশ ধরা পরার কারণ ২০-২২ দিন ইলিশ স্বীকার না করা বলে তিনি মনে করে।