একাকী নামাজরত ব্যক্তির অনুসরণ করে নামাজ আদায় করলে শুদ্ধ হবে?

একাকী নামাজরত ব্যক্তির অনুসরণ করে নামাজ আদায় করলে শুদ্ধ হবে?

প্রতিকী ছবি

প্রশ্ন : আমার বাবা একাকী মাগরিবের নামাজ পড়ছিলেন, এ সময় আমার এক ভাই তাঁর পাশে গিয়ে তাঁর অনুসরণ করে নামাজে দাঁড়িয়ে যায়। আমার ভাইয়ের নামাজ কি শুদ্ধ হবে? আমার বাবা তো তাকে মুক্তাদি হিসেবে নিয়ত করে নামাজ শুরু করেননি।

-মামুন, ডেমরা

উত্তর : মুক্তাদির নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমামের নিয়তের প্রয়োজন হয় না, বরং মুক্তাদিকে ইকতিদার নিয়ত করতে হয়। সুতরাং কেউ যদি একা ফরজ নামাজ পড়তে থাকে, আর ওই অবস্থায় কোনো ব্যক্তি এসে তার পেছনে ইকতিদা করে, তাহলে উভয়ের নামাজ হয়ে যাবে।

সুতরাং আপনার ভাইয়ের নামাজও শুদ্ধ হবে। (ফয়জুল বারি : ২/২২৩, আদ্দুররুল মুখতার : ১/৫৫০, আপকে মাসায়েল আওর উনকা হল : ২/২২৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১৪০)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।