আট মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে একাদশে কনওয়ে
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রায় আট মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে একাদশে ফিরেছেন ডেভন কনওয়ে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামেন তিনি।
স্কাই স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। কুচকির ইনজুরিতে পড়া কেন উইলিয়ামসের বদলি হিসেবে একাদশে জায়গা পান কনওয়ে। সবশেষ এ বছরের ফেব্রুয়ারিতে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সি এই ব্যাটার। যৌথভাবে দুবাই ও পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন কনওয়ে। রাওয়ালপিন্ডির সেই ম্যাচে ৫ উইকেট এবং ২৩ বল হাতে রেখে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচে ৪৫ বলে ৩০ রান করে আউট হন বাঁহাতি ব্যাটার কনওয়ে।
এদিকে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ওয়েলিংটনে টসে হেরে প্রথমে ব্যাটি করতে নামে ইংল্যান্ড। ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান করেছে তারা। সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আটে নামা জেমি ওভারটন। কিউই বোলার ব্লেইর টিকনার তুলে নেন ৪ উইকেট, তিনটি জ্যাকব ডাফি।