ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ফাইল ছবি
ঢাকায় প্রতিদিন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করে থাকে। তেমনি সরকারি ছুটির দিন শনিবার (১ নভেম্বর) বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়ে মাঠে থাকছে।
তাই বাসা থেকে বের হওয়ার আগে কোথায়, কোন কর্মসূচি রয়েছে তাই জেনে নেওয়া ভালো। এদিন বিএনপি, জামায়াতসহ সরকারের বিভিন্ন কর্মসূচি একফলকে দেখা নেওয়া যাক-
উপদেষ্টা আসিফের মাহমুদের কর্মসূচি
জাতীয় সমবায় দিবস উদ্যাপন রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াতের কর্মসূচি
সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শাহবাগ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
অন্যদিকে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এতে অন্যােনের মধ্যে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।
মির্জা ফখরুলের কর্মসূচি
জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।