দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
সংগ্রহীত ছবি
লাহোরে দারুণ এক রাতে ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্সে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর আজম। শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।
প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমদের দল। এই ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন বাবর। ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি পেয়ে খেলেন ৪৭ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৯ রান। দলের পক্ষে ওপেনার রিজা হেনড্রিকস ৩৬ বলে ৩৪, অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও করবিন বশ ২৩ বলে ৩০ রান করেন। পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৮ রানে প্রথম উইকেট হারালেও দ্রুত ইনিংস গুছিয়ে নেন বাবর। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের সঙ্গে যোগ করেন ৩৬ রান, এরপর সালমান আগার সঙ্গে গড়েন আরও ৭৬ রানের জুটি। ৪৭ বলে ৯টি চারে ৬৮ রান করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষ দিকে কিছুটা চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।
সিরিজ শেষে এখন তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ফয়সালাবাদে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।