রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা আদায়
ফাইল ছবি
রাজধানীর কাকরাইল এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৬টি যানবাহনের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) বিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়।
শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, অভিযানের সময় শব্দদূষণ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, নগরবাসীর জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া, সকল যানবাহন মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।