মার্কিন কংগ্রেসে পাশ ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা প্যাকেজ

মার্কিন কংগ্রেসে পাশ ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা প্যাকেজ

বিলের পক্ষে ভোট পড়েছে ২২০টি, সেখানে এর বিরুদ্ধে ভোট পড়েছে ২১১টি- ফাইল ছবি

করোনা মহামারি পাল্টে দিয়েছে পৃথিবীর সব কিছু। বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা বিপদের মধ্যে পড়তে। ব্যতিক্রম নয় খোদ 
মার্কিন যুক্তরাষ্ট্রও। সেদেশের অনেক পরিবার ও ব্যবসায়ীকে স্বস্তি দিতে বুধবার (১০ মার্চ) মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজের সঙ্গে যুক্ত কোভিড-১৯ বিল। হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাসকি জানিয়েছেন, আগামিকাল এই বিলে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট বাইডেন।

গত সপ্তাহে সেনেটেও বিপুল সমর্থন পেয়ে পাস হয় এই বিল। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে তা পাশ হয়ে গেল ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ। যেখানে বিলের পক্ষে ভোট পড়েছে ২২০টি, সেখানে এর বিরুদ্ধে ভোট পড়েছে ২১১টি।

আমেরিকার সর্বকালের অন্যতম বৃহৎ ত্রাণ প্যাকেজ এই ১.৯ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে আমেরিকার অর্থনীতিতে বিরাট প্রভাব পড়তে চলেছে এই প্যাকেজের। প্রেসিডেন্ট বাইডেনের কথায়, ”এই আইনের ফলে দেশের মেরুদণ্ড মজবুত হবে। যে কর্মীরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা এর ফলে লড়াইয়ের সুযোগ পাবেন।” হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বিলটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। হাউসের মুখপাত্র জেন সাকির মতে, ”আমরা জানি মার্কিন নাগরিকদের দ্রুত সাহায্যের প্রয়োজন। অতিমারীর প্রকোপ শুরু হওয়ার পরে এক বছর পেরিয়ে গিয়েছে।”

তবে বিলটি নিয়ে বিতর্কও রয়েছে। ডেমোক্র্যাটরা যেখানে এই বিল সম্পর্কে দাবি করেছেন, এটি গত এক দশকের মধ্যে আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ বিল সেখানে এর নিন্দায় মুখর হতে দেখা গিয়েছে বিরোধী রিপাবলিকানদের। তারা এটিকে ‘ব্যয়বহুল বাজেট’ হিসেবে দাবি করেছে। পাশাপাশিম, এই বিলে দ্বিদলীয় নীতিও অনুসরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। -সংবাদ প্রতিদিন