হাশমতুল্লাহর ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে আফগানিস্তান

হাশমতুল্লাহর ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে আফগানিস্তান

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর হাশমতুল্লাহ শাহিদি- ছবি: সংগৃহীত

প্রথম আফগান ক্রিকেটার হিসেবে হাশমতুল্লাহ শাহিদি ডবল সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করলেন। তার রানের সুবাদে আফগানিস্তান প্রথমবারের মতো ইনিংসে পাঁচ শ' রানের মাইলফলক অতিক্রম করেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার এতসব ঘটনা ঘটে।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ইতিহাস সৃষ্টি হয়। আফগানিস্তান টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ৩০৭ রান নিয়ে শুরু করেছিল আফগানিস্তান। রেকর্ড গড়ার এই দিনে উইকেট যায় মাত্র একটি, রান ওঠে ২৮৮। আর এর নায়ক ছিলেন হাশমতুল্লাহ। তিনি ২৭৬ বলে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন।

অন্যদিকে আগের দিনে সেঞ্চুরি পাওয়া অধিনায়ক আসগর আফগানও ছিলেন বড় ইনিংসের পথে। তবে ১৪ চার ও ২ ছক্কায় ২৫৭ বলে ১৬৪ রান করে আউট হয়ে যায় তিনি।

হাশমতুল্লাহ পেয়ে যান নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। যেটি এর আগে আর কেউ করতে পারেননি তার দেশের। ২১ চার ও ১ ছক্কায় ৪৪৩ বলে ঠিক ২০০ রান করেন হাশমতুল্লাহ। তখনই ইনিংস ঘোষণা করে আফগানিস্তান।

দিনের শেষ দিকে খেলতে নেমে ভালো শুরু পেয়েছে জিম্বাবুয়েও। ১৭ ওভার ব্যাট করে ৫০ রান তুলে কোনো উইকেট হারায়নি তারা।