মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো ১১ জনের মৃত্যু

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো ১১ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

মিয়ানমারে শনিবার প্রতিবাদকারীদের বিক্ষোভে প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ১১ জন নিহত হয়েছে।

মিয়ানমারে গঠিত, সমান্তরাল সরকার প্রধান, মাহান উইন খাইং, যিনি এতদিন আত্মগোপন করে ছিলেন, প্রথম বারের মতো ফেসবুক মারফত জানান, তাদের 'কমিটি টু রেপ্রেজেন্টিং পায়াডাউংসু হলুটাও' বা সিআরপিএইচ, দেশে একটি সংযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেI

বার্মার সামরিক সরকার, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে সামরিক বাহিনী সিআরপএইচকে অবৈধ ও সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেI তারা জানায়, যে কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, তাকে বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড দেয়া হতে পারেI
সূত্র : ভোয়া