মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর দমন অভিযান, নিহত ৩৯

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর দমন অভিযান, নিহত ৩৯

ছবি : সংগৃহীত

মিয়ানমারে রোববার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। একটি মানবাধিকার সংস্থা এই দাবি করেছে। সামরিক বাহিনী দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গুনের দুটি এলাকায় সামরিক আইনও জারি করেছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) নামের ওই সংগঠনটি জানায়, ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছে। তারা জানায়, হতাহতের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। এছাড়া নির্বিচারে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। শনিবার দু'হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে বলেও গ্রুপটি দাবি করেছে।

সূত্র : আল জাজিরা