নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে  নকল ব্রান্ডরোল যুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবু বক্কর নামের এক ব্যাবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

রবিবার (১৪ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী আফিসার মো. মতিউর রহমান  এ আভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রবিবার বিকালে  উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান উপজেলার সৌলরী বাজাদের অভিযান করে আবু বক্কর নামের এক ব্যাবসায়ীর দোকান থেকে নকল ব্র্যান্ডরোল যুক্ত ২০ হাজার শলাকা ফ্রেশ বিড়ি জব্দ করেন।  নকল বিড়ি রাখার দায়ে তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। আভিয়ান টের পেয়ে বাজারে অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান  বাজারের সভাপতিসহ অন্য অন্য ব্যাবসায়ীদের কে সতর্ক করেদেন যাতে তারা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় না করে। তা না হলে অইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, দেশের বিভিন্ন জেলায় অসাধু ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় করছে বলে জানা গেছে। নিয়মিত বাজারগুলোতে অভিযান পরিচালনা করলে এসব নকল বিড়ি বাজারজাত বন্ধ হতে পারে।