পাবনায় ভূমি ও কৃষিতে নারীর সম-অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় ভূমি ও কৃষিতে নারীর সম-অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘‘ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অঙ্গিকার ভূমি ও কৃষিতে নারীর সম-অধিকার শীর্ষক এক আলোচনা সভায় পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আক্তার রেইনা বলেছেন,‘নারীরা দেশে বিরাট ভূমিকা রেখে চলেছে। অথচ তারা নিজেদের দাবী-দাওয়া আদায় করতে পারছে না।

সোমবার পাবনা মিডিয়া সেন্টারে সুচিতা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও এএলআরডি‘র সহযোগিতা ‘নেতৃত্বে নারী : কোভিড-১৯ বিশ্ব সাফল্যে চাই নারী-পুরুষের সমতা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ কথা বলেন।

আলোচনা সভায় সভাপত্বি করেণ সুচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন। সভায় ধারণাপত্র পাঠ করেন উইকেনের প্রকল্প সমন্বয়কারী এডভোকেট শাহীনা পারভীন।

প্রধান অতিথি ইউএনও বলেন, ‘নারীরা নারীদের শত্রু। তারা নিজেদের দাবী-দাওয়া আদায় করতে জানে না। অথচ নারীরা দেশে বিরাট ভূমিকা রাখছে। নারীরা আর্থ সামাজিকভাবে উন্নয়ন করে দেশের মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেণ।

বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার রোকসানা মিতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোছাঃ কানিজ আইরিন জাহান বক্তৃতা করেণ।

উপস্থাপিত ধারণাপত্রের উপর উন্মুক্ত আলোচনায় অংশ অংশগ্রহণ করেণ আসিয়াবের প্রোগ্রাম ডিরেক্টর আব্দুস সামাদ, প্রতিবন্ধীদের পক্ষে  প্রতীক মহিলা ও শিশু সংস্থার নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমান, অধ্যাপক গোলাম মোস্তফা, আধিবাসীদের পক্ষে অপূর্ব কুমার সিং, হরিজন সম্প্রদায়ের পক্ষে লতা দাস, কর্মজীবী নারীদের পক্ষে হাছিনা খাতুন, কৃষি নারী শ্রমিক রোশনা খাতুন, থার্ড জেন্ডার  ডেভেলপমেন্ট অর্গানাইজেশেন সভাপতি মিতুল ও সাধারন সম্পাদক সুমী, শিক্ষার্থীদের পক্ষে নুরুন্নাহার, বর্ষা, সোমাই শিমু প্রমুখ।