করোনায় আক্রান্ত মির্জা আজম এমপি

করোনায় আক্রান্ত মির্জা আজম এমপি

সংসদ সদস্য মির্জা আজম

জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মির্জা আজম করোনায় আক্রান্ত হয়েছেন ।

মঙ্গলবার রাতে তিনি নিজেই করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ হলেও তার শারীরিক কোনো সমস্যা নেই বলে তিনি জানান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, সংসদীয় এলাকার জনগণসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল শুরু হবে। ওই অধিবেশনে যোগ দেয়ার শারীরিক যোগ্যতা জানার জন্য মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে করোনার নমুনা পরীক্ষা করাতে দেন। সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

একই আসন থেকে টানা ছয়বারের নির্বাচিত এই এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।